• Posted by : Jh.Sumon Thursday, March 26, 2020

    স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

    প্রথমত, আমি মুসলমান। দ্বিতীয়ত, আমি বাঙালী। আমার দেহের প্রতিটি রক্ত কণিকায় আছে বাংলাদেশ ও বাংলাভাষা প্রীতি। ১৯৫২সালে রাজপথ কাঁপানো সৈনিকদের অকুণ্ঠ ত্যাগের বিনিময়ে এসেছে ভাষার বিজয়।

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এসেছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি। এই অর্জন খুব সহজ ছিলনা। মুক্তিকামী মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ তায়ালা দান করলেন বিজয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আমরা বিজয়ীর বেশে বিজয়োল্লাস করতে পারছি? আমরা কি আদৌ স্বাধীন হতে পেরেছি? গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য- স্বাধীন মত প্রকাশের অধিকার। আমরা কি আদৌ স্বাধীন মত প্রকাশের অধিকারটুকু পেয়েছি? আজ একটি লাইন লিখতে গিয়ে তিনবার ভাবতে হয়, না জানি আমার কথা কার বিরুদ্ধে চলে যায়! কেন! এমন তো হওয়ার কথা ছিলনা। তাহলে কি শত-সহস্র শহীদেরা আমাদেরকে নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ করতে স্বাধীনতা এনেছে? নাহ্! তারা এমনটি চায়নি। তারা চেয়েছিল, পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীনভাবে চলবো, স্বাধীন মত প্রকাশ করবো, কেউ দায়িত্বে থেকে ভুল করলে তাঁকে শুধরে দিবো। কিন্তু সে সুযোগ কি এদেশে বিদ্যমান।
    আমরা স্বৈরশাসক উপাধি পেয়েছি, তা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। হয়তো ভুলক্রমে স্বৈরশাসকের কোন গুণ আমাদের মাঝে লালিত হচ্ছে তাই এই উপাধি। তবে এটা যদি লজ্জার বিষয় হয়, তাহলে আমরা জাতি হিসেবে সবাই লজ্জিত। কারণ, সরকারের সব অর্জন সরকার জনগণকেই উপহার দেয়। সে হিসেবে লজ্জাটাও সবাই ভাগাভাগি করে নিতে হবে। নেয়াটাই নিয়ম। 

    যে দেশের সরকার সব কৃতিত্ব আপনাকে উৎসর্গ করছে, সে দেশে থাকবেন। অথচ অর্জনটুকু নিবেন না, তা তো হয়না। বাংলাদেশে থাকবেন,হিন্দী গান গাইবেন তা কি করে হয়! হিন্দী এতোই ভালো লাগলে ভারত চলে যান। পরিশেষে, আসুন আমরা দলমত নির্বিশেষে সরকারের অর্জনগুলো কাঁধে চেপে নিই। সরকারের বোঝা একটু হলেও লাঘব হবে।

    0 comments

    আপনার সু-চিন্তিত মতামত জানাবেন।

  • বিশেষ দ্রষ্ট্রাব্য

    প্রিয় পাঠকগণ, এই ব্লগে প্রকাশিত সকল লেখা আমার নিজস্ব চিন্তাধারায় লেখা। কাউকে হেয় করার জন্য আমি কখনো কিছু লিখি না। তারপরও আমার কোনো লেখায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

    Copyright © - Jh Sumon - All Right Reserved

    Jaker Hossain Sumon Powered by SmartBiz Corporation - Designed by Jaker Hossain