বসন্তের কোকিল
বসন্তের ডাকে কোকিল কুহু কুহু গান গায়,
প্রকৃতির মাঝে তার সুরে নতুন প্রাণ ছড়ায়।
মন ভরে যায় তার মিষ্টি সুরের মায়ায়,
বাংলাদেশের বনে বনে কোকিলের গান ছায়ায়।
আম গাছের ডালে বসে কোকিল ডাকে বারে বার,
প্রেমের আহ্বানে মন কেড়ে নেয় সে তার।
বাংলার আকাশে তার গানের সুর ভাসে,
প্রকৃতির সাথে মিলে কোকিলের সুরের আশে।
বাগানে বাগানে ফুল ফোটে, কোকিল গান গায়,
বাংলাদেশের প্রকৃতির সাথে তার সুর মিলায়।
কোকিলের গানে বসন্তের আগমন জানায়,
প্রেম ও আনন্দের সাথে হৃদয়ে বার্তা পাঠায়।
Post a Comment
আপনার সু-চিন্তিত মতামত জানাবেন।