-->
seo-expert-in-bd-imam-uddin-imamuddinwp

জাকের হোসেন সুমন

ওয়েব ডিজাইনার | লেখক

শরৎ এসেছে

শরৎ এসেছে

শরৎ এসেছে নীল আকাশে,

সাদা মেঘের ভেলা ভাসে।

ধানের শীষে সোনালি রঙ,

প্রকৃতির মাঝে উৎসবের ঢঙ।


কাশফুলের সাদা ঢেউ,

বাতাসে মিশে যায় সেই কেউ।

শিউলি ফুলের মিষ্টি গন্ধ,

মন কেড়ে নেয় সেই সুবাসে অন্ধ।


পূজার ঢাকের বাদ্যি বাজে,

মানুষের মনে আনন্দের সাজে।

শরৎ এলে মন ভালো হয়,

প্রকৃতির কোলে নতুন করে জয়।


শরৎ সন্ধ্যায় চাঁদের আলো,

আকাশে তারার মেলা ভালো।

শরৎ রাতের শান্ত নীরবতা,

জীবনের ক্যানভাসে আঁকে সুখের ছবি সততা।


Comments

আপনার সু-চিন্তিত মতামত জানাবেন।

Dark Template