বসন্তে
বসন্তের আগমনে প্রকৃতি জেগে ওঠে,
ফুলের হাসি মেলে ধরে সবুজের কোলে।
কোকিলের গানে বাতাস মিষ্টি হয়ে যায়,
প্রাণের উৎসবে মন নাচে, ভালোবাসায় ভরে।
বসন্তের সকালে শিশির ঝরে পড়ে,
সূর্যের আলোয় চিকচিক করে ঘাসের পাতা।
প্রজাপতির নাচে রঙের খেলা চলে,
জীবনের মেলায় আনন্দের ছটা।
বসন্তের বিকেলে বাতাসে ফুলের গন্ধ,
মন কেড়ে নেয় সেই সুবাসে মধুর লগ্ন।
পাখির কলতানে মিলনের সুর বাজে,
প্রকৃতির কোলে নতুন জীবনের আশা সাজে।
বসন্তের সন্ধ্যায় আকাশ রাঙা হয়,
সোনালি রোদের ছটায় দিনের শেষ বয়।
তারার মেলায় রাতের আকাশ জ্বলে,
বসন্তের গানে জীবনের সুর তোলে।
Post a Comment
আপনার সু-চিন্তিত মতামত জানাবেন।