প্রেমের উষ্ণতা
আচ্ছা বলেন তো, শরীর কি শুধুই ছেলেরা চায়? মেয়েরা কি চায় না?
আমি তো আমার প্রেমিকের শরীর চাই। হ্যাঁ সত্যিই চাই। চাইবো না কেন বলেন তো? শরীর ছাড়া তো ওকে আমি ভালোবাসিনি।
প্রেমের শুরুতে আমি কি অপেক্ষা করিনি কবে সে আমায় বুকে টেনে নেবে?
আমার ঠোঁটে ঠোঁট রেখে সব ক্লান্তি দূর করে দেবে, দিন শেষে লাজুকভাবে আমায় বলবে আবার কবে সুযোগ হবে?
আমি অপেক্ষা করেছি, অবশ্যই অপেক্ষা করেছি।
আর এই মধুর অপেক্ষার জন্যই তো তাকে পাওয়ার এত আকাঙ্খা তৈরী হয়েছে আমার মাঝে।
আমি কি কথায় কথায় তার শরীরে ঢলে পড়িনি?
হুম অবশ্যই পড়েছি। বরং অনেক বেশী করে পড়তে চেয়েছি। তার একটু উষ্ণ ছোঁয়াতে আমার ক্লান্ত মনের সকল অবসাদ দূর হয়ে যেত। তাইতো আমি বারবার তার শরীরের গন্ধ নেওয়ার জন্য তার উপরে ঢলে পড়েছি।
আমি কি সুযোগ পেলে তার হাতটি ধরিনি? অবশ্যই ধরেছি। আর ধরবোই বা না কেন?
আমি তো আমার সমস্ত জীবন তার হাত ধরে কাটাবো বলেই তাকে ভালোবেসেছি।
হ্যাঁ, আমি সত্যিই আমার প্রেমিকের শরীর ও চাই!
মন ছোঁয়ার সাথে সাথে আমি আমার প্রিয়তমর শরীর ও ছুঁতে চাই। যতই থাক না কেন তার শরীরে ক্ষত! শুধু আমার প্রিয় মানুষটার শরীর পেলেই হলো।
কে বললো কামুক শুধু প্রেমিক হয়?
প্রেমিকারাও তো কামুক হয়! বরং অনেক বেশী কামুক হয় প্রেমিকারা।
Post a Comment
আপনার সু-চিন্তিত মতামত জানাবেন।