আহা অপূর্ণতা
কৃষ্ণচূড়া ফোটেনি ডালে ডালে,
তবু আজ নাকি বসন্ত ,
মাঝে মাঝে থেমে দেয় জীবন
বেদনার নীল লাল হসন্ত্য ।
বিরহ-গান গেয়ে যায় কোকিল
ডালে ডালে কষ্ট বিমল ,
আশার বসন্ত আসেনি ঐ মনে
চলছে মনে শ্রাবণের ঢল ।
মিলনের সুর ভেসে যায় অচিনে
মেঘে মেঘে ওঠে প্রতিধ্বনি ,
নয়নে ভেসে ওঠে তড়িৎ সিঁদুর
ব্যঞ্জনা তার দু’কানে শুনি ।
এলো না বসন্ত কৃষ্ণচূড়া নিয়ে
বাজলো না মনে সুর ,
কারো কারো জীবনে এ বসন্ত
থেকে যায় অনেক দূর ।
Post a Comment
আপনার সু-চিন্তিত মতামত জানাবেন।