- Home>
- কবিতা , গল্প ও কবিতা >
- আহা অপূর্ণতা
Posted by : Jh.Sumon
Friday, December 23, 2022
আহা অপূর্ণতা
কৃষ্ণচূড়া ফোটেনি ডালে ডালে,
তবু আজ নাকি বসন্ত ,
মাঝে মাঝে থেমে দেয় জীবন
বেদনার নীল লাল হসন্ত্য ।
বিরহ-গান গেয়ে যায় কোকিল
ডালে ডালে কষ্ট বিমল ,
আশার বসন্ত আসেনি ঐ মনে
চলছে মনে শ্রাবণের ঢল ।
মিলনের সুর ভেসে যায় অচিনে
মেঘে মেঘে ওঠে প্রতিধ্বনি ,
নয়নে ভেসে ওঠে তড়িৎ সিঁদুর
ব্যঞ্জনা তার দু’কানে শুনি ।
এলো না বসন্ত কৃষ্ণচূড়া নিয়ে
বাজলো না মনে সুর ,
কারো কারো জীবনে এ বসন্ত
থেকে যায় অনেক দূর ।
Subscribe to:
Post Comments (Atom)
বিশেষ দ্রষ্ট্রাব্য
প্রিয় পাঠকগণ,
এই ব্লগে প্রকাশিত সকল লেখা আমার নিজস্ব চিন্তাধারায় লেখা। কাউকে হেয় করার জন্য আমি কখনো কিছু লিখি না। তারপরও আমার কোনো লেখায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
0 comments
আপনার সু-চিন্তিত মতামত জানাবেন।