তোমায় না পেয়ে
জয়ন্তী,হন্য হয়ে খুঁজিগো তোমায়, খুঁজি নিরবধি,
ছাড়িয়া গেলা কেন মোরে, বুঝিনা আজ অবধি।
রহিয়া গেলা দূরে আজো, হইয়া গিয়া পর,
নিথুর ও নির্দয়া তুমি, নিলানা খবর।
ভালোবাসি তোমায় প্রিয়, কহিতা সারাবেলা,
ছাড়িয়া গেলা সন্তর্পণে করিয়া অবহেলা।
বুঝলানা বুঝলানা তুমি, ফেলিয়া গেলা মোরে,
ভাবলানা ভাবলানা তুমি, রহিবো কেমন করে।
পাষাণ তুমি বুঝোনি কভু, ভালোবাসি কত,
অন্ধমোহে ডুবিয়া মোরে, অপবাদ দিলা শত।
স্বার্থান্বেষী ছিলা গো তুমি, বুঝিনি আমি কভু,
মন-প্রান দিয়া লাঞ্চনা পাইয়াও, ছাড়িনি তোমায় কভু।
প্রাণনাথ ভাবিয়া তোমারে, করেছি মস্ত ভুল,
আপন স্বজন সকলি হারাইয়া, করিতাছি মস্ত ভুল।
Nice
ReplyDeletenice
ReplyDeleteNice
ReplyDelete