আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ই সেরা হবে
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ই সেরা হবে, এই কথা কেন বলছি জানেন? কারন উনি কোনো কিছু লুকিয়ে করেন না। বরং যা করেন সেটা সবার সামনে ঘোষনা দিয়েই করেন। ডোনাল্ড ট্রাম্প মুখে যা বলেন, বাস্তবেও তাই করেন।
আমি মনে করি উনি একজন স্পষ্টবাদী মানুষ। বিশ্বের নেতৃত্বের জন্য একজন স্পষ্টবাদী মানুষ ই দরকার।
উনি সেই সব হাজারো মানবিক মানুষের চেয়ে উত্তম যারা মুখে মানবতার কথা বললেও কাজে তারা পুরোটাই অমানবিক।
সেজন্য আমি মনে করি, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ই সেরা হবে।
May be..!!
ReplyDelete